চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি। শনিবার বিকাল ৫টার দিকে ৭০ নম্বর পিলারের কাছে, ভারতের ভেতরে প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে ঘটনাটি ঘটে।
নিহত শহিদুল ইসলাম শহিদ (পিতা: নস্কর মালিতা) গয়েশপুর গ্রামের বাসিন্দা।
বিজিবির ভাষ্য, গয়েশপুরসহ আশপাশের গ্রামের ১০–১২ জন ভারত থেকে মাদক আনতে গিয়েছিলেন। ফেরার সময় বিএসএফ ধাওয়া দিলে সবাই পালিয়ে যায়; কিন্তু শহিদুল ধারালো অস্ত্র নিয়ে বিএসএফ সদস্যদের ওপর হামলা করেন। তখন বিএসএফ গুলি চালায় এবং শহিদুল আহত হন। পরে তাকে ভারতের হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে মারা যান।
মহেশপুর ৫৮ বিজিবির ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, “ঘটনাটি ভারতের ভেতরে কাঁটাতারের কাছে ঘটেছে। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে বিএসএফের সঙ্গে যোগাযোগ করি। শহিদুল চোরাকারবারিতে জড়িত ছিল বলেও তথ্য পেয়েছি।”