অস্কারে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে লীসা গাজী পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’। শনিবার ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় অস্কার বাংলাদেশ কমিটি।

২০১১ সালে লীসা গাজীর উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি ১৯৯০-এর দশকের গ্রামীণ বাংলাদেশের প্রেক্ষাপটে দীপা নামের এক তরুণীর গল্প তুলে ধরে—যাকে জোর করে এক প্রবাসী বিপত্নীকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। নির্যাতনের পর দেশে ফিরে দীপা চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে এগিয়ে যায় এবং পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে নিজের লড়াই শুরু করে।

কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেডের প্রযোজনায় নির্মিত ছবিতে দীপার চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। এছাড়া লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, মুগ্ধতা মোর্শেদ ঋদ্ধিসহ একঝাঁক শিল্পী এতে অভিনয় করেছেন।

২০২৩ সালে মুম্বাইয়ের মামি ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির বিশ্বপ্রিমিয়ার হয় এবং এটি ফিল্ম ক্রিটিকস গিল্ড জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড অর্জন করে। পরবর্তীতে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কলকাতা পিপলস ফিল্ম ফেস্টিভ্যালসহ নানা আন্তর্জাতিক আসরে প্রদর্শিত হয়।

এ বছর অস্কারে জমা পড়া পাঁচটি চলচ্চিত্র—‘সাবা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’—এর মধ্য থেকে ‘বাড়ির নাম শাহানা’কে চূড়ান্তভাবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বেছে নেওয়া হয়।

বাংলাদেশ এখনো সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে অস্কারের মনোনয়ন পায়নি। এই বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হবে ১৬ ডিসেম্বর, আর চূড়ান্ত পাঁচ মনোনীতের নাম ঘোষণা করা হবে ২২ জানুয়ারি।

Facebook
Twitter
Telegram
LinkedIn
WhatsApp
সর্বশেষ

হংকংয়ের ওয়াং ফুক কোর্ট অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহানির পর শহরজুড়ে তিন দিনের…

কৃষ্ণ সাগরে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ হিসেবে পরিচিত দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার দায় স্বীকার করেছে…

বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে মজুদ থাকা অন্তত ৩০ হাজার টন পেঁয়াজ…

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৭০ হাজার ১০০ জনে পৌঁছেছে। শনিবার…

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা ‘সম্পূর্ণ বন্ধ’ বলে বিবেচনা করতে এয়ারলাইন্স ও পাইলটদের সতর্ক…

আরো পড়ুন