মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত সপ্তম বাংলাদেশ–চীন মৈত্রী সেতুর টোলপ্লাজায় মোটরসাইকেলের টোল চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের হামলায় তিন টোলকর্মী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় ঘটনাটি ঘটে।
আহতরা হলেন—শাহজাহান ব্যাপারী, মো. ইউসুফ ও রিপন গৌরা।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, মোটরসাইকেল নিয়ে সেতু পার হওয়ার সময় টোল দিতে অস্বীকৃতি জানালে টোল আদায়কারীদের সঙ্গে যুবকদের বাগ্বিতণ্ডা হয়। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসে হামলা ও ভাঙচুর চালায়, এতে তিন কর্মী আহত হন।
খবর পেয়ে সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টোল কার্যালয়ের হিসাব কর্মকর্তা এনামুল হক বলেন, “পুরো ঘটনাটি সিসিটিভিতে আছে। হামলাকারীদের পরিচয় মিললেই থানায় অভিযোগ দেব।”
সদর থানার ওসি আদিল হোসেন জানান, টোলপ্লাজায় হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। টোল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।