বিশ্বব্যাংক: গ্রামে দারিদ্র্য হ্রাস শহরের চেয়ে দ্বিগুণ দ্রুত, বৈষম্য উল্টো বেড়েছে নগরে

২০১৬ থেকে ২০২২—এই ছয় বছরে বাংলাদেশে গ্রামীণ এলাকায় দারিদ্র্য কমেছে শহরের তুলনায় প্রায় দ্বিগুণ হারে। বিশ্বব্যাংকের সদ্য প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন ২০২৫’ প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি খাতের দৃঢ় পুনরুত্থান গ্রামীণ দরিদ্রতা হ্রাসের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে।

প্রতিবেদনে দেখা যায়, এই সময়ে গ্রামীণ দারিদ্র্য কমেছে ৮.৫ শতাংশীয় পয়েন্ট, যেখানে শহরে কমেছে ৪.৬ শতাংশীয় পয়েন্ট। গ্রামে ভোগব্যয়ের প্রবৃদ্ধি ছিল শক্তিশালী ও ‘দারিদ্র্যবান্ধব’; এর প্রভাব গ্রামীণ দরিদ্রতা দ্রুত কমিয়েছে।

বিশ্বব্যাংক বলছে, তিনটি খাতের প্রবৃদ্ধি ছিল বিপরীতমুখী—

  • কৃষিতে প্রবৃদ্ধি বেড়েছে ১.৪ শতাংশীয় পয়েন্ট,

  • শিল্পে কমেছে ১.১,

  • সেবাখাতে কমেছে ০.২ শতাংশীয় পয়েন্ট

ফলস্বরূপ কর্মসংস্থানেও কৃষিই সবচেয়ে বড় অবদানকারী খাত হয়ে ওঠে: ২০২২ সালে মোট কর্মসংস্থানের ৪৫.৩% কৃষিতে, এবং নতুন সৃষ্ট চাকরির ৮০% এসেছে এ খাত থেকে। কৃষিনির্ভর পরিবারগুলো একাই গ্রামীণ দারিদ্র্য হ্রাসের ৫০% অবদান রেখেছে—যেখানে ২০১০–১৬ সময়ে এই অবদান ছিল মাত্র ৩০%।

এদিকে গ্রামীণ বৈষম্য কমে গিনি ২৯.২ → ২৮.২, কিন্তু শহরে বৈষম্য বেড়ে ৩৩.১ → ৩৪.৫ হয়েছে। শহুরে আয় স্থবিরতা, কম চাকরির সৃষ্টি, সেবা খাতের মন্থরতা এবং বেতন–সম্পদ–রেমিট্যান্সে বৈষম্য বৃদ্ধিকে এ প্রবণতার কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক।

শহরে দারিদ্র্যের হার এখনো কম (১৪.৭%), গ্রামে বেশি (২০.৫%); তবে শহরে দরিদ্র মানুষের মোট সংখ্যা দ্রুত বাড়ছে—২০২২ সালে দেশের প্রতি চারজন দরিদ্রের একজন শহরে।

প্রতিবেদনটি বলছে, একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধির অগ্রদূত শহরাঞ্চল সাম্প্রতিক বছরগুলোতে মন্থর হয়ে পড়েছে শিল্পখাতে নতুন কাজ সৃষ্টির অভাব এবং বহু পরিবারের আয় থমকে যাওয়ার কারণে। এর ফলে গ্রাম–শহরের বৈষম্য নতুনভাবে তীব্র হচ্ছে।

Facebook
Twitter
Telegram
LinkedIn
WhatsApp
সর্বশেষ

হংকংয়ের ওয়াং ফুক কোর্ট অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহানির পর শহরজুড়ে তিন দিনের…

কৃষ্ণ সাগরে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ হিসেবে পরিচিত দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার দায় স্বীকার করেছে…

বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে মজুদ থাকা অন্তত ৩০ হাজার টন পেঁয়াজ…

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৭০ হাজার ১০০ জনে পৌঁছেছে। শনিবার…

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা ‘সম্পূর্ণ বন্ধ’ বলে বিবেচনা করতে এয়ারলাইন্স ও পাইলটদের সতর্ক…

আরো পড়ুন