বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতের ভেতর দিয়ে ভুটানে পরীক্ষামূলকভাবে ট্রানশিপমেন্ট পণ্য পাঠানোর উদ্যোগ আটকে গেছে। ভারতের অনুমতি না থাকায় চালানটি লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আটকা রয়েছে বলে জানিয়েছেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ফারুক হোসেন।
বন্দর কর্তৃপক্ষ জানায়, থাইল্যান্ডের ব্যাংকক থেকে আবিত ট্রেডিং কোম্পানি লিমিটেডের পাঠানো ছয় ধরনের পণ্যের কনটেইনারটি (ফলের জুস, জেলি, শুকনো ফল, ক্যান্ডি, শ্যাম্পুসহ অন্যান্য পণ্য) ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। বাংলাদেশ–ভুটান প্রটোকল অনুযায়ী পরীক্ষামূলকভাবে এ ধরনের দুটি চালান ভুটানে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল।
চট্টগ্রাম থেকে ২৮ নভেম্বর কনটেইনারটি বুড়িমারী স্থলবন্দরে আসে। কিন্তু ২৮ ও ২৯ নভেম্বর একাধিকবার চেষ্টা করেও ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে চালানটির প্রবেশ সম্ভব হয়নি—কারণ প্রয়োজনীয় অনুমোদন এখনো ভারতীয় উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ দেয়নি।
সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ফারুক বলেন, “চালানটি বুড়িমারীতেই আছে। ভারত অনুমতি দিলেই আমরা পাঠাতে পারব।”
স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, কনটেইনারটি ইয়ার্ডে সংরক্ষণ করা হয়েছে।
বুড়িমারী কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, “ভুটানের চালানের সব কাস্টমস প্রক্রিয়া শেষ। ভারতীয় কাস্টমস অনুমতি দিলেই পণ্য ছাড় হবে।”